ক্রম. নং | সেবার নাম | সেবা প্রাপ্তিতে প্রয়োজনীয় কাগজপত্র | সেবা প্রাপ্তি/আবেদনের স্থান | মন্তব্য |
১ | ২ | ৩ | ৪ | ৫ |
১ | নতুন ভোটার হওয়া | শিক্ষাগতসনদপত্র, জন্মসনদ, নাগরিকত্বের সনদ,নিকাহনামা, ইউটিলিটি বিলের কপি, বাবা/মা/স্বামী/স্ত্রীরআইডি কার্ডের সত্যায়িত কপি প্রযোজ্য ক্ষেত্রে পাসপোর্টের সত্যায়িত কপিপ্রবাসীদের ক্ষেত্রে বিদেশে অবস্থানের বৈধ কাগজপত্র | সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিস | -- |
২ | হারানো জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি | থানায় করা সাধারণডায়েরীর(জিডি)মূলকপি যাতে ভোটার/আইডি নম্বর অবশ্যই উল্লেখ থাকবে (ভোটারনম্বর সংশ্লিষ্ট জেলা/উপজেলা/থানা নির্বাচন অফিসে পাওয়া যাবেতবে এ ক্ষেত্রেনিম্নে ক্রম. নং ৫ ও ৬ এ বর্ণিত ভোটার তালিকা প্রদর্শনএবংভোটার তালিকারসার্টিফাইড কপি সংগ্রহসংক্রান্ত শর্তাদি প্রযোজ্য) | থানায় সাধারণ ডায়েরীকরেসাধারণডায়েরীরমূলকপিসহ সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে অথবা জাতীয় পরিচয়নিবন্ধন অনুবিভাগ,নির্বাচন কমিশন সচিবালয়,ইসলামিক ফাউন্ডেশন ভবন (৭মতলা)আগারগাঁও,ঢাকায় নির্ধারিত ফরমে আবেদন করতে হবে | ভোটার নম্বর প্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়েও যোগাযোগ করাযেতে পারে
|
৩ | জাতীয় পরিচয়পত্র সংশোধন | এস.এস.সি/সমমান সনদ,নাগরিকত্বসনদ,জন্মনিবন্ধন সনদ,চাকুরীর প্রমাণপত্র/সার্ভিস বুক/এমপিও’রকপি,ড্রাইভিংলাইসেন্স,পাসপোর্ট,নিকাহনামা/তালাকনামা,ওয়ারেশ কায়েমসনদ,ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিতএফিডেভিট,বাবা/মা/স্বামী/স্ত্রীর আইডিকার্ডের সত্যায়িত কপি,জাতীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের কপি | সংশোধনের ধরণ অনুযায়ী প্রয়োজনীয়সত্যায়িত কাগজপত্র সহ উপজেলা/থানা নির্বাচন অফিসে অথবা জাতীয় পরিচয় নিবন্ধনঅনুবিভাগ,নির্বাচন কমিশন সচিবালয়,ইসলামিক ফাউন্ডেশন ভবন (৭মতলা)আগারগাঁও,ঢাকায় নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। |
-- |
৪ | ভোটার স্থানান্তর | যে ঠিকানায় ভোটার স্থানান্তর হতেইচ্ছুক সে ঠিকানায় অবস্থানের সমর্থনে ইউটিলিটি বিলের কপি/বাড়ী ভাড়ারশিদ/চৌকিদারী রশিদ/পৌরকর রশিদ/প্রথম শ্রেণীর কর্মকর্তা/ওয়ার্ডকমিশনার/ইউনিয়ন পরিষদ সদস্য প্রদত্ত প্রত্যয়ন পত্রএবং জাতীয় পরিচয়পত্রেরসত্যায়িত অনুলিপি | সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিস | নির্বাচনী এলাকা একই হলে ফরম-১৩ এবং নির্বাচনী এলাকা আলাদা হলে ফরম-১৪ এ আবেদন করতে হবে |
৫ | ভোটার তালিকা প্রদর্শন | ২৫/-(পঁচিশ) টাকার কোর্ট ফিসহ আবেদন করতে হবে এবং সংগ্রহের জন্য কপি প্রতি ৫০/- (পঞ্চাশ) টাকাট্রেজারি চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংক লি: এর যে কোনশাখায় জমাদানপূর্বক তার মূল কপি সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে জমাদিতে হবে(ট্রেজারি চালান জমার কোড নং : ১-০৬০১-০০০১-২৬৩১) | সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিস | -- |
৬ | ভোটার তালিকার সার্টিফাইড কপি সংগ্রহ | ২৫/-(পঁচিশ) টাকার কোর্ট ফি সহআবেদন করতে হবে এবং সংগ্রহের জন্য কপি প্রতি ১০০/- (একশত) টাকা ট্রেজারিচালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংক লি: এর যে কোন শাখায়জমাদানপূর্বক তার মূল কপি সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিতেহবে(ট্রেজারি চালান জমার কোড নং : ১-০৬০১-০০০১-২৬৩১) | সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিস | -- |
৭ | ভোটকেন্দ্র ও ভোটার তথ্য সংগ্রহ | --- | সংশ্লিষ্ট জেলা/উপজেলা/থানা নির্বাচন অফিস | -- |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS