Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

ক্রম. নং

সেবার নাম

সেবা প্রাপ্তিতে প্রয়োজনীয় কাগজপত্র

সেবা প্রাপ্তি/আবেদনের স্থান

মন্তব্য

                 ৫

নতুন ভোটার হওয়া

শিক্ষাগতসনদপত্র, জন্মসনদ, নাগরিকত্বের সনদ,নিকাহনামা, ইউটিলিটি বিলের কপি, বাবা/মা/স্বামী/স্ত্রীরআইডি কার্ডের সত্যায়িত কপি প্রযোজ্য ক্ষেত্রে পাসপোর্টের সত্যায়িত কপিপ্রবাসীদের ক্ষেত্রে বিদেশে অবস্থানের বৈধ কাগজপত্র

সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিস

--

হারানো জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি

থানায় করা সাধারণডায়েরীর(জিডি)মূলকপি যাতে ভোটার/আইডি নম্বর অবশ্যই উল্লেখ থাকবে (ভোটারনম্বর সংশ্লিষ্ট জেলা/উপজেলা/থানা নির্বাচন অফিসে পাওয়া যাবেতবে এ ক্ষেত্রেনিম্নে ক্রম. নং ৫ ও ৬ এ বর্ণিত ভোটার তালিকা প্রদর্শনএবংভোটার তালিকারসার্টিফাইড কপি সংগ্রহসংক্রান্ত শর্তাদি প্রযোজ্য)

থানায় সাধারণ ডায়েরীকরেসাধারণডায়েরীরমূলকপিসহ সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে অথবা জাতীয় পরিচয়নিবন্ধন অনুবিভাগ,নির্বাচন কমিশন সচিবালয়,ইসলামিক ফাউন্ডেশন ভবন (৭মতলা)আগারগাঁও,ঢাকায় নির্ধারিত ফরমে আবেদন করতে হবে

ভোটার নম্বর প্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়েও যোগাযোগ করাযেতে পারে

 

জাতীয় পরিচয়পত্র সংশোধন

এস.এস.সি/সমমান সনদ,নাগরিকত্বসনদ,জন্মনিবন্ধন সনদ,চাকুরীর প্রমাণপত্র/সার্ভিস বুক/এমপিও’রকপি,ড্রাইভিংলাইসেন্স,পাসপোর্ট,নিকাহনামা/তালাকনামা,ওয়ারেশ কায়েমসনদ,ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিতএফিডেভিট,বাবা/মা/স্বামী/স্ত্রীর আইডিকার্ডের সত্যায়িত কপি,জাতীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের কপি

সংশোধনের ধরণ অনুযায়ী প্রয়োজনীয়সত্যায়িত কাগজপত্র সহ উপজেলা/থানা নির্বাচন অফিসে অথবা জাতীয় পরিচয় নিবন্ধনঅনুবিভাগ,নির্বাচন কমিশন সচিবালয়,ইসলামিক ফাউন্ডেশন ভবন (৭মতলা)আগারগাঁও,ঢাকায় নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

 

 

--

ভোটার স্থানান্তর

যে ঠিকানায় ভোটার স্থানান্তর হতেইচ্ছুক সে ঠিকানায় অবস্থানের সমর্থনে ইউটিলিটি বিলের কপি/বাড়ী ভাড়ারশিদ/চৌকিদারী রশিদ/পৌরকর রশিদ/প্রথম শ্রেণীর কর্মকর্তা/ওয়ার্ডকমিশনার/ইউনিয়ন পরিষদ সদস্য প্রদত্ত প্রত্যয়ন পত্রএবং জাতীয় পরিচয়পত্রেরসত্যায়িত অনুলিপি

সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিস

নির্বাচনী এলাকা একই হলে ফরম-১৩ এবং নির্বাচনী এলাকা আলাদা হলে ফরম-১৪ এ আবেদন করতে হবে

ভোটার তালিকা প্রদর্শন

২৫/-(পঁচিশ) টাকার কোর্ট ফিসহ আবেদন করতে হবে এবং সংগ্রহের জন্য কপি প্রতি ৫০/- (পঞ্চাশ) টাকাট্রেজারি চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংক লি: এর যে কোনশাখায় জমাদানপূর্বক তার মূল কপি সংশ্লিষ্ট  উপজেলা/থানা নির্বাচন অফিসে জমাদিতে হবে(ট্রেজারি চালান জমার কোড নং : ১-০৬০১-০০০১-২৬৩১)

সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিস

--

ভোটার তালিকার সার্টিফাইড কপি সংগ্রহ

২৫/-(পঁচিশ) টাকার কোর্ট ফি সহআবেদন করতে হবে এবং সংগ্রহের জন্য কপি প্রতি ১০০/- (একশত) টাকা ট্রেজারিচালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংক লি: এর যে কোন শাখায়জমাদানপূর্বক তার মূল কপি সংশ্লিষ্ট  উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিতেহবে(ট্রেজারি চালান জমার কোড নং : ১-০৬০১-০০০১-২৬৩১)

সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিস

--

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য সংগ্রহ

---

সংশ্লিষ্ট জেলা/উপজেলা/থানা নির্বাচন অফিস

--